বুধবার, ৫ মে, ২০১০

কৃষি ভুর্তুকি

সরকার এ বছর সার এবং ডিজেলের উপর কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে ভুর্তুকির টাকা প্রদান করে । এ ভুর্তুকির টাকার পরিমান ৮০০ ও ১০০০ টাকা । বিগত সরকারের আমলে ইউরিয়া সার ছিল কেজি ৬টাকা এবং টিএসপি ছিল ১৬টাকা । বর্তমান সরকারের আমলে ইউরিয়া সার কেজি ১২টাকা এবং টিএসপি ৩৫টাকা । তাই বর্তমানে একজন কৃষককে প্রতি কেজি সারে আতীতের চেয়ে ২৫টাকা বেশী মূল্য দিতে হচ্ছে । যদি একজন ক্ষুদ্র কৃষক ১ একর জমি চাষ করে তবে তাকে সারের জন্য পূর্বের চেয়ে ২৫০০ টাকা বেশী খরচ করতে হচ্ছে । ডিজেলের দামের কথা বাদই দিলাম । তাই সরকারের প্রতি অনুরোধ কৃষকদের ভুর্তুকির টাকা দিয়ে সস্তা বাহবা না কুড়িয়ে সার ও ডিজেলর উপর ভুর্তুকি প্রদান করুন, যাতে কৃষক পূর্ব মূল্যে সার ও ডিজেল কিনতে পারে । তাহলেই কৃষক প্রকত উপকৃত হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন